গদ্যের পোডিয়ামে সুজিত চট্টোপাধ্যায়

কালিমা

ভগবান মহাবীর জৈন থেকে ভগবান বুদ্ধ । যিশু থেকে মহম্মদ। চৈতন্যদেব থেকে পরমহংসদেব ।
অতিক্রান্ত কত কত সময়। সকলেই চেয়েছিলেন সাম্য মৈত্রী একতা শান্তি ।
তুমি আমি আরও অনেক অনেক মানুষের এই একই কামনা।
কিন্তু হায়,,, হিংসা স্বার্থ অহংকার আর আমিত্ববোধে আক্রান্ত মানব, পথভ্রষ্ট ।
কবে ঘুচবে এই কালিমা। কবে আমরা ভালবাসতে শিখবো , ভালো রাখতে শিখবো , ভালো থাকতে শিখবো।
গুহামানব থেকে গৃহমানব। কেটে গেছে কতকত কাল , তবুও আকাল, মানবতার। কিজানি কবে মানুষ হবো।
তবুও আশ্বাস , প্রাণপণ বিশ্বাস। নবান্নের পূণ্য ঘ্রাণ, আনবেই নবপ্রভাতের গান। শিক্ষা জ্ঞানের আলোকবর্তিকায় কেটে যাবে এ ঘোর অমানিশা। মুক্ত পাখির খুশি কলতান ভরাবে আকাশ বাতাস।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।