কবিতায় বলরুমে সুব্রত ভট্টাচার্য্য (ঋক তান)

আলোর সন্ধানে
নিঃশব্দে কেটে যায় কতগুলো নৈশব্দে ডুবে যাওয়া বোবা সময় ।
পাথর কঠিন হৃদয়ে তখনও হয়নি কবিতার পরিচয়।
তবুও ক্ষত-বিক্ষত অনুভূতির বেনোজলে …
ভেসে যায় রক্তাক্ত পঙক্তিমালা,
কে রাখে খোঁজ! ভাবনার জগতে ,
হারিয়ে যেতে বসেছে আছো-আছি শব্দ গুলো–
আর নিত্যদিন হাঁকে বঞ্চিত কবিতার ফেরিওয়ালা !
সভ্যতার আড়ালে অভিশপ্ত আলোর নিচে নিকষ কালো অন্ধকার
অক্টোপাসের মত জড়িয়ে আছে মিথ্যে অহংকার।
কালান্তে শতাব্দীর কৃষ্ণগহ্বরে হারিয়ে যায়
অনেক পথের নিশানা ,
অজানা পথে চলেছে এলোমেলো দিশাহীন বেদুঈনের ভাবনা
পাবে কি শেষের ঠিকানা…!
ক্লান্ত পায়ের ছাপ এলোমেলো চিহ্ন এঁকে যায় পথের মলিন ধুলোয়
হারিয়েও খোঁজে পান্থজনে শুধু পথে পথে ওগো সুন্দর বন্ধু তোমায় ।
নিরাশায় ডুবে যাওয়া বিশ্বাস করে রাখবে ভরসার কাঁধে নির্ভরতার হাত!
আজও বন্ধু তোমায় খোঁজে উৎসুক দুটি চোখ… নির্ঘুম কেটে যায় বিষণ্ন রাত।