দিব্যি কাব্যিতে শমীক জয় সেনগুপ্ত

ও মুখ তুমি কার
ও মুখ তুমি কার?
আমি তো ওর সঙ্গে এখন বাস করি না আর
পদ্মহীন বিল
তোমার অনেক অন্তমিল
শাপলা হয়ে ভাসছে চোখে
ঘাসজমিটার পাশে
মুখ বদলে কুয়াশাতে কার কিবা যায় আসে
এখনো সাঁঝ নামে
দূরের কোন শহর ঘেঁষা লুকিয়ে থাকা গ্রামে
শাঁখ প্রদীপ আর তুলসী তলায়
আমার মতই মেঘ ভেসে যায়
হঠাৎ এসে চমকে দেখি এ মুখ নয় আমার
অন্ধকারে প্রশ্ন ছুঁড়ি
ও মুখ তুমি কার?