ক্যাফে কাব্যে বিশ্বজিৎ রায় চৌধুরী

হারাধন
মদনবাবু থানায় গিয়ে মিসিং ডায়েরী করেন
ক’দিন ক’রাত ফিরছে না তাঁর একমাত্র ছেলে হরেন ,
বড় দারোগা গুম হয়ে কন , কেমন ছেলে তাঁর ,
হঠাৎ করে কোন খেয়ালে হচ্ছে পগারপার ।
মদনবাবু তা শুনে কন , কি বলবো স্যার খবর
ক’দিন ধরেই বায়না কেবল বাইকটি চাই জবর ।
চাকরী আমার বড্ড ছোট না চলে ঠিক সংসার ,
হরেন আমার ঘাঁটিয়ে দিলে টিউশনিরও পসার ।
বলে কি স্যার , একাল কি সেকাল আছে , মদন ফদন স্যার নয় ,
আমার নামও হরেন রাখায় লোকচক্ষেতে ভয় হয় ।
যতক্ষন না হরেন পাল্টে নরেন নামটি রাখবে
বাইক ছাড়া হরেন তোমার কক্ষনো না ফিরবে ।