কবিতায় পদ্মা-যমুনা তে বিচিত্র কুমার (গুচ্ছ কবিতা)

১| তোমার উপমা
একটা রোমান্টিক প্রেমের কবিতা লিখতে চাই
যার প্রতিটি চরণের থাকবে শুধু তোমার উপমা,
একটা প্রেমের গান লিখতে চাই
যার প্রতিটি অন্তরায় থাকবে শুধু তোমার বর্ণনা।
একটা প্রেমের ছোটগল্প লিখতে চাই
যার প্রতিটি শব্দ থাকবে শুধু তোমার
একটা মহাকাব্য লিখতে চাই
যার কাব্যিক চরিত্র থাকবে শুধু তোমার
একটা প্রেমিকার ছবি আঁকতে চাই
যার মুখশ্রীর প্রতিমা হবে শুধু তোমার,
একটা রোমান্টিক উপন্যাস লিখতে চাই
যার প্রধান চরিত্র হবে তোমার আর আমার।
২| একটা রঙিন স্বপ্নের প্রতীক্ষায়
ঘুমন্ত পৃথিবীর বুকে একটি হলুদ পাখি উড়ে গেলে
এই শরতের কাকডাকা দুপুরে,
যেতেযেতে কয়েকটি শব্দ ফেলেদিলো নকশীকাঁথার মাঠে
সেখানে কিছু শব্দ পড়ে থাকল মুক্তা অক্ষরে।
নূপুরের ঝুমুর ঝুমুর শব্দে ঘুম ভাঙ্গল মিটা রৌদ্রের:
আর শুয়ে শুয়ে কচিকাঁচা ঘাসের।
হাঠৎ তারা দেখতে পেলো রঙিন একটা চিঠি
কোথায় থেকে পাঠিয়ে কে পাঠিয়ে রে ? শরৎ
সেখানে লেখা ছিলো কিছু ভালোবাসা কথা
ললনাদের মতো দিয়া দরদ।
কাশফুলেরা প্রতিবেশীর বেশে হাসি ঠাট্টা করে
কবে তুলবে তারে ঘরে।
এদিকে ফুলে ফুলে ঘর সাজিয়ে রাখে শরৎ
একটা রঙিন স্বপ্নের প্রতীক্ষায়,
মেঘের দেশে চিঠি লিখে উওর চেয়ে কে তুমি?
তারপর প্রতীক্ষা আর প্রতীক্ষায়।