দিব্যি কাব্যিতে অমৃতা ভট্টাচার্য

বিতংস
ঘাড়ে রোঁ ঘাড়ে রোঁ
বৃষ্টি বেয়ে নামবে বলে
ফ্ল্যাটের জানলা থেকে কালো চাঁদোয়ার স্তন
ঝুলে আছে মেঘে
রঙিন নখর তার অবোধ কাঁপন
তালু বরাবর যতদূর মেলে ধরা
প্রশাখা প্রবাহ কোষে কোষ
সংকীর্ণ গাঁথনি ঘিরে রোদ যতটুকু আসে
ততটুকু পরজন্ম তার, পাখিজন্ম
বাকি তার মালঞ্চ
কস্তূরী আচমন শেষে টলমল পা ছুটে যায়
পরজন্মে ছাড় নেই, সূর্যলগ্নে রাখা আছে বিতংস