অ আ ক খ – র এর জুটিরা

কোন এক ক্ষীণ টুং-টাং ও ঝড় তুলে যাবে সেই মায়াবিনীর বুকে। তবুও যেন অধরাই কবিয়াল।
দীর্ঘ প্রতীক্ষার অবসানে হঠাৎই এক সোহাগের চাঁদর জড়ানো গোধূলি বিকেলে দোতারা টুং-টাং যেন সেই মায়াবিনীর খুব কাছ থেকে বয়ে যাবে। সেই টুং-টাং এর মোহময়ী আওয়াজে যেন আজ আর সেই মায়াবিনী কিছুতেই নিজেকে আটকে রাখতে পারবে না। ছুটে বেরোবে সে তার কবিয়ালের আসায়। তবে এবার আর বৃথা নয়। সত্যি ধরা দেবে কবিয়াল।
কিন্তু… কিন্তু এ কি! এক মায়ার বেড়াজাল জড়িয়ে ধরেছে আসতে আসতে মায়াবিনীকে। হাজার চেষ্টা করেও পারছে না সে সেই বেরাজাল ছিন্ন করতে। ডাকার চেষ্টাও করছে তার কবিয়াল কে.. কিন্তু না তার গলা থেকে তো সুর বেরোচ্ছে না… হাজারও বৃথা চেষ্টার পর অবশেষে গোধূলি মিঠে রোদ অস্ত গিয়ে সন্ধ্যে নামবে, আকাশে জ্বল জ্বল করবে একফালি চাঁদ। ততক্ষনে যদিও বা কবিয়াল পারি দিয়েছে অন্য কোন আলের ধারে।