কবিতায় গৌরব সরকার

সোস্যাল মিডিয়া
কোটি কোটি জোড়া চোখ নজর রাখে,
একে অপরের বা
একের ওপর কোটি ,কোটির ওপর এক।
কারও প্রয়োজন, কারও শুধুই
শুধু তাকিয়ে থাকার অফুরন্ত সময়,
কারও বা পোশাকি জৌলুসে– ‘হেভেনলি অর্গাজম’,
কারও বা পেট চালাতে হানাদারি, খিদমতগারী;
ব্যক্তিগত সঙ্কুলান নাড়া-ঘাঁটা!
কারও বা সমর্থন চাই, কেউ বা কারও সমর্থনে–
কাছা টেনে খোলে।সকলের শপথ–সাফাই!
দাবী, সব রাস্তা–
ঝেঁটিয়ে হোক সাফ! নেই কোনো মাফ!
ট্রাফিক জ্যাম সাড়ে না তাতে। গাড়িগুলো আটকে থাকে জ্যামে। উত্তাপ বাড়ে। এগোয় না
চাকা। মরচে ধরে নানা যন্ত্রে।
শিকার চাই সকলের, যে কোনো তন্ত্রে-মন্ত্রে।
শিকারি ও শিকার দুই-ই খুঁড়ে চলে কবর…