|| কালির আঁচড় পাতা ভরে কালী মেয়ে এলো ঘরে || T3 বিশেষ সংখ্যায় বেনিয়া

শ্যাওলা
এখন কল্পনায় শ্যাওলা পড়েছে
পিছলে যাচ্ছে শিশিরের আনন্দ, অগ্নিকোণের মেঘ
সাহস করে কেউ পা রাখছে না
যাবতীয় অলংকার, শ্লেষ কিংবা সমালোচনা অনুপস্থিত
এই কি তবে ঘরে ফেরার প্রস্তুতি?
চিরুনি তল্লাশি শেষে ঘুমিয়ে পড়ে উকুনের দল
গ্রে ম্যাটার ক্রমশ শতাংশহীনতায় ভোগে
কিছু বধিরগাছ, অন্ধফুল অনাহূতের ভূমিকায় বসে আছে
কার নির্বিকার, কার উত্তেজনা আজ রেশমের গুটিপোকা
খসখসে স্বভাবে দাঁত বের করছে ধুঁধুলের অভিপ্রায়
রৌদ্র শাসনের জন্য ব্যর্থতার ফোসকায় নুন দিয়েছি …