|| কালির আঁচড় পাতা ভরে কালী মেয়ে এলো ঘরে || T3 বিশেষ সংখ্যায় ফটিক চৌধুরী

সনেট শুভেচ্ছা
বর্ষা ছড়িয়েছে চারিদিকে সবুজতা
শরত তাই দেখে করে কি খুনসুটি ?
পেঁজা তুলো মেঘ বলে যায় কত কথা
কাশের বনে অপু দুর্গার লুটোপুটি।
আকাশে ওড়ে ঘুড়ি, তখনই ভোকাট্টা
দিনগুলো যায় ঘুড়ির মতই উড়ে
শরতের মৌতাতে সবার হাসিঠাট্টা
বাঁধা থাকে সব যেন ঠিক সপ্তসুরে।
মেয়েটি শুকনো কামিজে গেল বাইরে
ফিরছে, হঠাৎ বৃষ্টিতে ভিজে একশা
এপারে চড়া রোদে প্রাণ বুঝি যাইরে
আমি ঘেমে নেয়ে ভাদ্রগরমে ভ্যাপসা।
ঘুমিয়েছি খুব, স্বপ্নও দেখেছি রাতে
শুভেচ্ছা জানাই তোমায় শারদপ্রাতে।
কবিতার দীপাবলি
এই যে আমার আত্মবিশ্বাস
এতে তোমরা ঘা দিতে চেয়েছিলে
আঘাত আমাকে দাঁড় করিয়ে দিয়েছিল
খাদের কিনারে
সেখান থেকে ফিরে, কেন জানি
তোমাদের শুভেচ্ছায় মন ভরে যাচ্ছে খুব।
আসলে আমি এক শব্দ শ্রমিক
দিবারাত্রি অক্ষর বয়ে বেড়াই
ক্লান্তি এলে তোমাদের মুখ মনে পড়ে
ঘুমিয়ে নিই তোমাদের আঘাতের বিছানায়
উঠে দেখি কালির আঁচড়ে ভরে গেছে পৃষ্ঠা
এইভাবে ফিরে আসে শব্দশ্রমিকের উপাখ্যান।
এভাবেই আমার সব আঁধার দূর হয়ে যায়
আর জ্বলে ওঠে আমার কবিতার দীপাবলি।