কবিতায় বর্ণজিৎ বর্মন

চিরদিনের জন্য একা
আজ দিনটা ভীষণ কুৎসিত
হাজার হাজার হাহাকার বিদীর্ণ করছে
হৃতপিণ্ড
মনকে গ্রাস করছে শক্তিহীন শেল
ক্রমশ নিক্ষেপ করছে
চির অন্ধকারের দিকে
ভাগ্না তুমি চলে গেলে
অসময়ে , অজানা দেশে
না ফেরার দেশে –
বড্ড একা হয়ে গেলাম
শূণ্য কোল শূণ্য দিগন্তরেখা
পতিত জমি চিল চীৎকার
তুমি নেই তুমি নেই তুমি নেই
তুমি নেই
আর কোনো দিন
কেউ ডাকবে না
ছোট মামা চলো সরিষার
আলপথে
একটু হেঁটে আসি
চলো ঘুরে আসি
ডারার বিল ,
কইয়া মতির দিঘি
শোল বোয়ালের লাফালাফি
আহা কি মনোরম !
ভাগ্না
কেউ বলবে না কেউ বলবে না কেউ বলবে না
আর ।
বড্ড কষ্ট হচ্ছে সুদূরে
প্রসারিত হচ্ছে
একান্ত কষ্ট
ছায়া নেমে এসেছে
ঢেকে দিচ্ছে সব আলো ,
ভাগ্না যেখানেই থাকো
ভালো থাকো
চিরশান্তিতে থাকো
ঈশ্বর স্বর্গে স্থান দেবেনই
নিষ্পাপ প্রাণ ভাগ্নাকে
ইতি
তোর ভাগ্যহীন ছোটো মামা