দিব্যি কাব্যিতে টুম্পা সাহা

গৃহস্থালি
কত কত পথ হেঁটে যাওয়া,
বড় আপন এক হারানো গন্ধ।
সরল সহজ অনুভূতী,
ফুটন্ত ভাতের আবেশ,
ঘুমঘোরে জেগে ওঠা রেশ।
একা বেয়ে চলা
ভাবের বোঝা বয়ে নিয়ে।
সেই মানুষ, সেই মন।
সবটাই গত জন্মের স্মৃতি।।
জানলা দিয়ে উঁকি দেয় সবুজ,
কে যেন তুলি হাতে মগ্ন।
এক বাঁশি সুর হয়ে যায়,
কখন যেন ডালের ফোড়ন
গন্ধে মিশে গৃহস্থালী।
লঙ্কা চারা রোদ্দুরে সতেজ।
সবটাই গত জন্মের স্মৃতি।।