দিব্যি কাব্যিতে কৌশিক দাস

তোমার পাশে
বিদায় নিতে হবে বলেই গিয়েছিলাম তোমার বাড়ি,
কিন্তু তুমি দু :খবোধেও ভীষণরকম রংবাহারী।
সেদিন ছিল মৌসুমী দিন, যখন তখন বৃষ্টি পড়ে,
তবুও তুমি আবছা চোখে ডাক দিয়েছ বসার ঘরে।
কঠিন কিছু বলবো বলে জল দিয়েছি পাথর বুকে,
তোমার তখন অধীর ভুরু, কি চাইছিলে জানলা মুখে?
‘চলে যাব ‘ সহজ নাকি? এমনি করে বলে যাওয়া…
দূরে কোথাও নৌকা ডোবে -জানে কেবল বিহ্বল হাওয়া।
তবু আমায় যেতেই হবে,বলতে হবে ‘এবার আসি ‘!
বলতে বলতে কি আপোষে বলেই ফেলি ‘ভালোবাসি। ‘
ঠিক তখনই বৃষ্টি এলো একলা সে গাছ অমলতাসে,
ইচ্ছে হলো হৃদয় রাখি জনান্তিকে তোমার পাশে।।