দিব্যি কাব্যিতে শাল্যদানী

খবরনামা
মেঘেরা এসেছে ফিরে–
কোনও খবর আনেনি তো,
খবরের সাথে সময় মিলিয়ে বয়স বেড়েছে
ক্রমাগত, আজও, এখনও
পূর্বপুরুষেরা অন্য কোনো লোকে
সংসার পেতেছে কবেই,
নারকেল গাছে ফুল এসেছে
জয়দেবের উনুনের ইস্ত্রি ইলেকট্রিক হয়েছে
বড় বড় কাব্যগুলো ট্রামলাইনে কাটা পড়ে
কবিতা হয়েছে
ম্যাগাজিনে ম্যাগাজিনে সাদা কালো অক্ষরগুলো
মধুতে চুবিয়ে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়েছে,
প্রতিবার খবরের আশায় কবর চাপা পড়েছে
মান, ইজ্জত, এমনকী তুমিও,
বলেছিলাম খবর দিও
কবর দিতে বলিনি তো
খবর নামের মেঘ আশার পাঁচিল টপকায় না
খবর যায় খবর এখানে আসেনা