কবিতায় পদ্মা-যমুনা তে আবু আফজাল সালেহ

আমি রংধনু হয়ে মিশে যাব
রংচটা এক বিকেলে ঝাঁক ঝাঁক বৃষ্টি
তারপরেই স্বচ্ছ আকাশে রংধনু
হৃদয়ের রক্তক্ষরণ
তুমি আর ডেকো না আমার।
আমি আকাশের বিস্তীর্ণতায় বেঁচে থাকব
আমি রংধনুর সাতরং নিয়ে বেঁচে থাকব
বৃষ্টি ছুঁয়ে দেবে আমার
সূর্য এঁকে দেবে আমার।
মনীষা, তুমি চলে যাও এখনই
আমি রংধনু হয়ে মিশে যাব
আকাশে–দূরনীলিমার আলোয়।