কাব্যানুশীলনে ঋত্বিক রায় চৌধুরী

সেদিনের অপেক্ষায়
অন্যায়ের পর অন্যায়
অন্যায় দেখতে দেখতে—
ন্যায়ের পরাভব দেখতে দেখতে
ন্যায়ের কথা মানুষ-মানুষী আজ বিস্মরণের পথে
অন্যায় তো এখন মানুষের গা সওয়া
ন্যায় সে তো মানুষের ভয় পাওয়া,
অন্যায়ের প্রতিবাদ
চুপ ! তুমি হার্মাদ ।
ন্যায় দেখে চক্ষু বুজে রও
অন্যায়কে বক্ষ পেতে লও,
ন্যায়-অন্যায়ের ভেদ ভুলে যাও
ন্যায়-অন্যায় বোধ তোমার মৃত্যুতে বিলয় ।
কোনো একদিন দেওয়ালের শক্ত বাধায়
বাদী-প্রতিবাদী অভেদ হয়ে যায় ,
ন্যায় চেপে বসে অন্যায়ের মাথায়
আমি শুধু সেদিনের অপেক্ষায়