অ আ ক খ – র জুটিরা

এ কি কোজাগরী !
প্রায় অনেকদিন টেক টাচ টক বন্ধ থাকার পর আজ আবার মার্গ শুরু হলো। দিনটা বেশ ভালো। আজ কোজাগরী লক্ষী পুজো। সেভাবে দেখতে গেলে কাল থেকেই শুরু হয়ে গেছে। কারুর ঘরে মা কাল এসেছেন আবার কারুর ঘরে মা আজ আসছেন।
সত্যি এত কিছুর পরেও মা আসছেন সবার ঘরে ঘরে। কি ব্যাপারে বলছি সেটা আশা করি আর বোঝাতে হবে না। না সত্যি আমি জানি না এটা কি প্রকারের সাম্প্রদায়িকতা, হয়তো বা জানতেও চাই না। আসলে প্রতিবাদ কি করবো বা কোথা থেকে করবো সেই ভাষাটাই হারিয়ে গেছে আজ।
যা বর্বর নৃশংসতা চলছে চারিদিকে তাতে আগামীর সমাজ যে কিরূপ নেবে সেই ভেবেই মাঝে মাঝে আতকে উঠি। তবে যাই হোক আশা তো সবসময় তো ওই পজেটিভ ই রাখতে হয় তাই না!
তাই আমিও পজেটিভ দিকেই যাই। এসব ভুলে আজ শুধুই মনে রাখি কোজাগরী লক্ষী পুজো। ঘরে ঘরে মূর্তি লক্ষীর আগমন। বছরে এই একটা দিন মূর্তির থেকে আমার মনে ঘরের প্রত্যেকটা জীবন্ত লক্ষীর মূল্য অনেক বেশি।
আজকের এই বিশেষ সমাহার যদি যদি প্রত্যেকটা ঘরের প্রতিটা লক্ষীর জন্য হয় তাহলেই কিন্তু চারপাশের এই সাম্প্রদায়িকতা, ধর্ষণ, ভ্রূণ হত্যা নামক বর্বরতা সমাজ থেকে মুছে যাবে।
এসব কিছু মুছে গিয়ে আজ কোজাগরী লক্ষী পুজোয় ভালো থাকুক প্রতিটা ঘরের জীবন্ত লক্ষীরা। লক্ষী ঠাকুরের মতোই আলো করে রাখুক প্রতিটা ঘর।
আজ আর বেশি কথা বাড়াব না, এখানেই রাখি। অনেক দিন বাদে আবার মার্গ নিয়ে হাজির হয়েছি আপনাদের সকলের সামনে। পড়তে থাকুন লক্ষী পুজো স্পেশাল আয়োজন।
ভালো থাকুন, সবাই কে ভালো রাখুন।