T3 || কোজাগরী || বিশেষ সংখ্যায় উদিত শর্মা

স্বপ্নেরা জেগে থাকে অহরহ
তুমি তো সেই প্রাক্তনী
এ ক্যাম্পাস তোমার নেই আর।
নিজের লেখা স্লোগানগুলো
দেয়াল শুষে নিয়েছে।
বৃষ্টিরা দীর্ঘজীবী হোক।
ওহে পলাশ গাছ তোমার পাশে
আমার জন্য একটু জায়গা রেখো।
ওই শীতার্ত টেবিলের ওপর পড়ে থাকা
চশমায় আমার আত্মজীবনী লেখা আছে।
আর ওই ঘুম পাগল বিছানা বালিশে
স্বপ্নেরা জেগে থাকে অহরহ।