|| শাম্ভবী সংখ্যা ২০২১ || T3 শারদ সংখ্যায় সুব্রত পন্ডিত

সানগ্লাস
একটা সানগ্লাসে তোমাকে দু’ রকম দেখায়
ইস্তাহারে ঝুলিয়ে রেখেছো ডিভোর্স -নোটিশ
চরিত্রহীন বায়োপিক স্কিনে ধরা পড়ে
আমার কমলালেবুর কোয়া হিম হয়ে কাঁপে
লিপস্টিক হারতে থাকে
অথচ ভেতরে সূর্য জ্বেলেছে আগ্নেয়গিরি
আট বছর পরে আমারও একটা সানগ্লাস প্রয়োজন হচ্ছে
হিরোইন সাজব বলে বাড়িয়ে নিয়েছি নেলপালিস- নখ
বাদামের খোসা ভাঙতে ভাঙতে সম্পর্ক যেখানেই যাক
বাঁচার লোনা স্বাদে
রঙ্গালয়ে ঠুংরি গাইবে আমারই কাচের চুড়ি…