|| শাম্ভবী সংখ্যা ২০২১ || T3 শারদ সংখ্যায় অভিজিৎ দাসকর্মকার

না দেখা কিছু মামুন শব্দগুচ্ছ

◑ ৫:১৫ মিনিট বিকেল

তোমার চোখের কোণায় বসে আছে
গণতন্ত্রের কালো স্বাদ, তুমি

বেণী করেছো আর নৈর্ঋতে বয়ে চলেছে গোসাঁই পথ,পথের
মল্ল লালিমায় ধ্রুপদ আদল, আর
অবিমিশ্র তৃণভোজী বিকেলের শ্রী-অবয়ব,বলো

কীভাবে তাকালে তোমায় ঋজুভাবে দেখবো
বলো কোন অন্তরালে তোমায়
মামুন শব্দে পাবো?

আমিতো এক উদাসিন সকালের কাছে একটু নিঃস্তাপ শিশির ছোঁয়া চেয়েছিলাম
তোমার কপালে রক্তকরবী ফুটলো,তুমি

বৃষ্টিকে আলিঙ্গন করলে কবির আদল ভেবে,এতো
সেই আবদার থেকে শুদ্ধকল্যাণে বেয়ে আসা মৃগশিরা নদীর
ছলাৎ ছলাৎ ঢেউ,এবার শান্ত হও

দিঘলিয়া পাড় চৌরাস্তা থেকে সদ্য বাঁক নিয়েছে.,

কবি উন্মাদসম শব্দ লেখে

✪ রাত ১১:৫৪ মিনিট

তোমার কথার কাছে একটা ছবি দেখলাম
তুমি গোধূলি রং-এ উজ্জ্বল এক
আভায় ভেগাসম দাঁড়িয়ে

স্বাতি কবিরশব্দে নয়নজল ফেললে
তুমি দুহাত তুলে আবদার করো

এমন মাথুর বেলায় আমার কৃষ্ণ
রাধা বিরহী, আমি
সামলাই কেমনে??

✪ সন্ধ্যে ৮:৩৭ মিনিট

সকালের ছটা নামে : গজহাসি
তুমি অস্ফুটে নিবিড় স্তবকে নিমজ্জিত
এক শান্ত বিলাসখানি টোড়ি

ষোলমাত্রায় বেজে চলে
নীলিমা মাছের জলজ দুষ্টুমি
বেতার কেন্দ্রের বিসমিল্লাহ সানাই, আর

তোমার সাদা শাণ্ডিল্যে কিছু পুটুসফুলের
মামুন আদল

তুমি চিবুকে ধারণ করেছো কবিতার
রূপান্তর, কবি
গোসাঁই পুঙ্ ক্তির পাশে অবারিত হাওয়া

তুমি এখনো তাকাও,শ্রীকবিপট
ঘটমান বর্তমানে দাঁড়িয়ে শীতল
দধিচী স্বরূপ আপেক্ষিক গণিত, আবহে

এসরাজ বাজে, এসো দুজনে
সমস্ত মল্লপথ অম্বঋষি ভঙ্গিমায় হাঁটি

✪ বেলা ১২: ৩৭ মিনিট

তুমি রং বলেছিলে
আমি গোলাপ ভেবেছিলাম

তুমি রাগ বলেছিলে
আমি কাফি ভেবেছিলাম

আসলে এগুলো সবই ছিল
আকাশের কোণে জমা মেঘ,আর
মেঘ কাটিয়ে সতভিষা বৃষ্টি

আমি কান্না ভেবেছিলাম
আর ভেগাচ্ছন্ন মল্ল মোড়ামপথে নেমে আসলো দিঘল উঠোন

তাকে ঈশানী ছায়ার আদলে রাধা ভেবেছিলাম

তুমি আদর করেছিলে নজরে
আমি তোমার কোল ভেবেছিলাম

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।