|| শাম্ভবী সংখ্যা ২০২১ || T3 শারদ সংখ্যায় সুপ্তশ্রী সোম

পাসওয়ার্ড
পাসওয়ার্ড ভুলে গেছি কবে
দরজা বন্ধ কতকাল
এখন আকাশ জোড়া মেঘে
লেখা আছে বর্ষার নাম।
শহর মৌন নত মুখে
মৃত্যুর ডানা মেলা পাখি
পুব হাওয়া দুলে ওঠে তবু
বৃষ্টি তো ভেজাবেই ঠিক ই।
আমাদের দিন গুলো ফুল
আমাদের রাত গুলো তারা
আমাদের যত দিনরাত
সময়ের স্রোতে ভেসে যাওয়া
বাজি রাখি দোপাটি জুঁই
বাজিরাখি গোলাপের কাঁটা
এখন আতসের কাচে
স্মৃতি নিয়ে বড় বেশি বাঁচা ।