|| শাম্ভবী সংখ্যা ২০২১ || T3 শারদ সংখ্যায় মমতা ভৌমিক

শারদ সন্ধ্যা
শরতের সোনারোদ আর কাশের বন
ঘন নীল আকাশের বুকে উস্কোখুস্ক মেঘ
এ সব সবই বাড়তি পাওনা মনে হয়
কিসের বিনিময়ে যে কিনি
ঢাকের আওয়াজ ডাকের সাজ
নতুন পোশাক হাসিমুখ
জীবন যখন উপহাস অথবা অযাচিত উপহার
ফুরিয়েছে ঋণশোধের দিন
আশা হতাশায় রঙীন
কর্তব্যও এক সময় স্বাবলম্বী হয়ে একাই পথ হাঁটে
আজ সবটুকু উপরি
খোলা হাওয়ায় শ্বাস নিতে নিতে
বন্ধনের অপরিহার্যতা অনুভব করি
অথবা মুক্তির।