|| শাম্ভবী সংখ্যা ২০২১ || T3 শারদ সংখ্যায় অনিন্দিতা শাসমল

পুজো এলেই ও পাড়ার ঝুমার কথা..
পুজো় এলেই আমার মনে পড়ে যায় ,
ও পাড়ার ঝুমার কথা ।
পুজোর ক’দিন ওর বন্ধুরা যখন নতুন জামা পরে, নখ আর ঠোঁট রাঙিয়ে আনন্দে মশগুল ;
বাপ মরা মেয়েটা তখন রেল লাইনের ধারে এই ঝিল থেকে ওই ঝিলে ,
এক কোমর জলে নেমে একটা একটা করে আধফোটা পদ্মফুল তুলতে থাকে।
কাঁটা লেগে হাত পা একটু ছড়েও যায় কখনও।
ভিজে জামা পরে , সন্ধিপুজোর আগেই ঠিক হাজির হয় প্যান্ডেলে ;
কাগজের নোট গুলো হাতে পেয়ে আনন্দে চকচক করে ওঠে তার চোখ দুটো ।
এক ছুটে চলে যায় মায়ের কাছে , চিরদিনের নিবিড় আঁচলের আশ্রয়ে।
দূরের মন্ডপে একটানা বেজে চলেছে সন্ধিপুজোর ঢাক।
মায়ের কপালে চুম্বন এঁকে দেয় ঝুমা ; যেন দেবী দুর্গার ত্রিনয়ন স্পর্শ করে তার নরম ঠোঁট দুটো।
চোখ বন্ধ করে সে দেখতে পায় —
একশো আটটি প্রদীপশিখার নরম আলো এসে পড়েছে তার মায়ের মুখে ,
আর একশো আটটা পদ্ম ধীরে ধীরে পাপড়ি মেলে ফুটে উঠছে ।
চরাচরে ধ্বনিত হচ্ছে অতি পরিচিত সেই মন্ত্র ..
ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেন সংস্থিতা,
নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ।।