ক্যাফে কাব্যে সৌমেন গাঙ্গুলী
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
সূর্য গেল পাটে
একুশ শতকীয় নবজাগরণের
নবচেতনায় প্রাণীত বিশ্ব যখন
অর্থহীন সংস্কারের স্থবিরতাকে
সদর্পে পদানত করে আধুনিকতার
মসৃণ সরণিতে ক্রমঅগ্রসরমান।
নারী প্রগতির সুবিস্তৃত পক্ষে ভরকরে
অন্তঃপুরবাসিনীরা যখন মুক্তির আনন্দে
দিগন্তবিস্তারী গগনে উড্ডীন , তখনই
প্রতিবেশী দেশে নেমে এলো বিপর্যয় ,
পরাধীনতার গ্লানি , মৃত্যু ভয় ।
বর্বর বনচারীদের পাশবিক শাসনে
পরাধীন রহমতের সাধের দেশ ।
রক্তাক্ত মানবিকতা বিধ্বস্ত নর – নারী
হঠাৎই থেমে গেল সভ্যতার গতি ,
অরাজকতার অন্ধকারে নির্বাসিত প্রগতি ।।