মার্গে অনন্য সম্মান রঞ্জনা মন্ডল মুখার্জী (সেরার সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ৫৮
বিষয় – বাইশে শ্রাবণ / প্রকৃত স্বাধীনতা / শ্রাবণ ধারা

প্রকৃত স্বাধীনতার সন্ধান

অতঃপর……
দীর্ঘ আন্দোলনের পথ পেরিয়ে পঁচাত্তরটি বছর আগে পনেরোই আগস্টে….
বহুকাঙ্ক্ষিত জন্মক্ষণের শুভেচ্ছা ও আগামীর স্বপ্ন নিয়ে পথ চলা শুরু হল নবজাতকটির….
গর্বিত স্বরাজের সঙ্গে সঙ্গেই পৃথিবীর মানচিত্রে সেদিন ” ভারত ” রাষ্ট্রের অভিষেক!
সদ্য নাবালকের জীবনপঞ্জী বাঁধা হল সুলিখিত সংবিধানে -অনুশাসনে- আইনে!
নাবালকের সাবলম্বীকরণের লক্ষ্যে বহুবিধ বার্ষিকী পরিকল্পনা, যোজনা,কর্মসূচি রূপায়িত হল সুকৌশলে!
অর্থনীতির বিভিন্ন ক্ষেত্র ছুঁয়ে ধীরে ধীরে নাবালক স্বরাজ অর্জন করলো তার পরিণত রূপ!
সাবালক হতেই স্বাধিকার অর্জনের অভিলাষা তীব্রতর হল,
স্ব স্ব ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক স্বীকৃতির দাবি উঠলো…
স্বরাজের অধিকার ফলিয়ে বহুত্ববাদীর আঁতুড়ে আঞ্চলিকতা- প্রাদেশিকতার বীজ বপন হল…..
শিরোনামে এল নকশাল, কামতাপুরী,মাওবাদী……
মাটি ফুঁড়ে উঠলো কিছু বিচ্ছিন্নতাবাদী,নৈরাজ্যবাদী, জঙ্গি গোষ্ঠীর অবাঞ্ছিত আগাছা….!
অগত্যা আবার শুরু হল অধিকার অর্জনের আন্দোলন!
স্বাধীনতা আড়ে বহরে চওড়া হল,ছাতি ফুললো…!
ধীরে ধীরে স্বরাজের প্রকৃতি বদলে গেল স্বেচ্ছাচারিতায়….!
বোফোর্স, টু-জি,থ্রি-জি স্পেকট্রাম, হাওলা- গাওলা,রোজভ্যালি,সারদা, ভুঁয়ো ভ্যাকসিন,পেগাশাস….
হাজারো স্ক্যাম-স্ক্যান্ডেল-কেলেঙ্কারি…
স্বাধীনতার ছত্রছায়ায় ছত্রাকের মতই বাড়বাড়ন্ত!
আজও স্বাধীনতার লড়াইটা চলছে….
হতদরিদ্র… দারিদ্রতা থেকে মুক্তি চায়!
সরকার…. চায় একনিষ্ঠ আনুগত্যতা!
শাসক…. চায় বিরোধীশূন্য একনায়কতন্ত্র!
বিরোধী…. চায় বিশৃঙ্খলতার রন্ধ্র গলে মসনদের পাট্টা!
জনগণ…. চায় তোষামোদে সকল সুবিধাপ্রাপ্তি!
ব্যবসায়ী…. চায় সততায় জল মিশিয়ে মুনাফা বৃদ্ধি!
সবাই চায় অবাধ স্বাধীনতায় চূড়ান্ত স্বার্থসিদ্ধি!
অথচ টের পাচ্ছে না কেউই, অজান্তেই স্বাধীনতা আষ্টেপৃষ্টে বাঁধছে দাসত্বের শৃঙ্খলে!
প্রতারণা,নীতিহীনতা, শঠতা,তাঁবেদারি, হিংসা- দ্বেষ, সংকীর্ণতা, বিচ্ছিন্নতাবাদ,সাম্প্রদায়িকতার পরাধীনতায় ক্রমে ডুবে যাচ্ছে দেশ- সমাজ- সমগ্র জাতি!
এটাই কি ছিল কাঙ্ক্ষিত স্বাধীনতা…?
স্বাধীনতা মানে… সাবলম্বীতা মানে… স্বাধিকার…. মানে স্বেচ্ছাচারিতা… মানে স্বার্থসিদ্ধি… মানেই উন্নয়ন!!
স্বাধীনতার সংজ্ঞাটাই ঘেঁটে গুলিয়ে দুর্বোধ্য হয়ে উঠেছে ক্রমে!
স্বাধীনতার সমীকরণ আজ জটিল থেকে জটিলতর পথে!
রাজপথে দাঁড়িয়ে থাকা বিপ্লবীদের নির্বাক মূর্তিগুলিও বুঝি এই প্রশ্নের উত্তর খুঁজে চলেছে!
বহু বীর শহীদের রক্তে রাঙানো স্বরাজেই আজকের ” স্বাধীনতার মোচ্ছব “!
আর কিছু পরেই ধৌত হবে বায়সের বিষ্ঠা….
ধুয়ে যাবে আত্মত্যাগ ও আদর্শে ভরা ধূলোর আস্তরণ,
টাটকা ফুলের মালায় ঢাকা পড়বে স্বাধীনতার ক্ষত…
পত পত করে উড়বে তেরঙ্গা….
মন্ত্রীর ভাষণে ওদের কৃতজ্ঞতা জানিয়ে স্মরণ করে দায় সারবে গোটা দেশ….!
প্রতি বছরের মত এবারেও গর্বিত বুকে সবাই উচ্চস্বরে বলে উঠবে…..
জয়হিন্দ, বন্দেমাতরম, মেরা ভারত মহান…!
অতঃপর……
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।