বাড়তি বৃষ্টিতে চড়তি জওয়ানী দাম
তুমি ও তোমার চাকরের পকেটে সাম্যতা
থলে দেখে বোঝা যায় শহরের রাজপথ
উঁচু নীচু, অসমতা যাকে বলে অর্থনীতি।
তবুও, ১৫য় বোলবো স্বাধীনতা তোমায় সেলাম !
ভর্তুকি পাবো কি পাবোনা রোজের সংশয়
জ্বালানীতে কমে, কমেনা খিদের শতকরা
যৌনতার মুখরে মৌন হয় নাগরিক সভ্যতা
অচিরেই মাতৃকা দেশ পিতৃতান্ত্রিক হয়,
তবুও, ১৫য় বোলবো স্বাধীনতা তোমায় সেলাম !
শিক্ষার হার জোয়ার ভাঁটায় বাড়ছে সমানে
কর্ম বিনে অকর্মের ঢেকি সব আসন্ন ভবিষ্যৎ
মা কিন্তু আঁচল পেতে সস্নেহে ধরিত্রী, সর্বংসহা
আধুনিক তোমরা পোষাকে ফুটপাতটা ঐতিহাসিক।
তবুও, ১৫য় বোলবো স্বাধীনতা তোমায় সেলাম !
গান নাচ উদযাপনের শেষে তুমি ও সে
হাসপাতালে পাশাপাশি প্রেমহীন শর্করা
টাকাতে আর বিনপয়সাতেও মরে রোজ লাখে
চিন্তামণি চিন্তা দেয় জনসংখ্যার ঘাটতিতে।
তবুও, ১৫য় বোলবো স্বাধীনতা তোমায় সেলাম !