বীর শহীদের রক্তক্ষয়ী সংগ্রামে স্বাধীনতা,
ব্রিটিশ দাসত্ব মুক্ত আজ ভারত মাতা ।
দেশ প্রেমিকের মহান আত্ম বলিদানে ,
রাষ্ট্রের স্বাধীনতা বিপ্লবীরা ছিনিয়ে আনে।
ফুলের কুঁড়ির ন্যায় অকালে ঝরেছে প্রাণ,
বিবাদী, ভগৎসিং, প্রফুল্ল চাকী, ক্ষুদিরাম ।
ইংরেজের বিরুদ্ধে গর্জে ওঠে প্রথম বঙ্গ ,
হিন্দু-মুসলমান ঐক্যের বন্ধনে ব্যর্থ বঙ্গ ভঙ্গ ।
আমরা করব অথবা মরব গান্ধিজির স্লোগান,
দেশ মায়ের লাগি আবালবৃদ্ধা দেয় প্রান ।
দিল্লী চলো নেতাজী করছে দেশবাসীকে আহ্বান,
ইতিহাসের পাতায় লেখা রবে মহাবীরের নাম ।
কাশ্মীর-কন্যাকুমারী উড়ছে ত্রিরঞ্জিত পতাকা,
উৎসবের রুপে সেজে উঠেছে দেশমাতৃকা ।
বন্দেমাতরম্ – জয় হিন্দ
২| দ্রোহ ও প্রেম
আমার প্রেমিকা
বিপ্লবের ভাষা বোঝে না,
বোঝে প্রেমের ভাষা।
রাষ্ট্র যদি প্রেমের ভাষা বুঝত
প্রেমিকাকে বিদ্রোহের ভাষা
বোঝাতে হতো না।
প্রেয়সি ভালোবাসতে জানে,
রাষ্ট্র শোষণ করে শাসনের নামে।
ভালোবাসা যদি রাষ্ট্রের মূল মন্ত্র হত,
রাজনীতি হতো না রাম রহিমের নামে,
শাসকের মাথায় পড়তো দীর্ঘশ্বাস।
আমাদের প্রেম হোক দুবেলা
গরম ভাতে,
হাতে হাত রেখে মানুষের পাশে
ঝড় জলের রাতে।
আমরা আন্দোলনে,
প্রেমের মিছিলে হাঁটবো
ভাঙবো শাসকের উদ্ধত, এই ভরা বসন্তে।