T3 || স্বাধীনতার খোঁজে || বিশেষ সংখ্যায় অরিজিৎ পাল
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
স্বাধীনতা ও স্বপ্ন-আশ্রয়
মানচিত্র বিষয়টাই বড় অদ্ভুত৷
মানচিত্র মানেই সীমানা আর কাঁটাতার…
যেন আগ্রাসন অবশ্যম্ভাবী জেনেই
বিধিবদ্ধ সতর্কীকরণ৷
অথচ, বৃষ্টির একপাশে
সীমানা পেরোনো মেঘেদের ঘর-বাড়ি
মেটাফোর বোনে মনোচিত্রে৷
ক্যালেন্ডারের পাতায় আগস্টের পনেরো
গলে যায় উদাসীন একাকিত্বে৷
আর, বাদলাপোকার ডানায়
শ্বাসকষ্টের অভিশাপ এঁকে দেয়
নীলচে ঠোঁট৷
ব্যাকস্পেসে সুখের উপত্যকা খোঁজার অছিলায়
দিনান্তের মজে যাওয়া আলো
তির-তির করে বয়ে চলে
অস্তাচলের মেঘের সিঁথি জুড়ে
প্রতিশ্রুতির সিঁদুর ছড়িয়ে৷
এভাবেই হৃদয়ের গোপন গ্রন্হিতে
স্বপ্ন বোনে গুটিপোকা
একমুঠো সংযমী স্বাধীনতায়৷