T3 || স্বাধীনতার খোঁজে || বিশেষ সংখ্যায় উজ্জ্বল কুমার মল্লিক

রাজধর্ম

স্বাধীনতার হীনতায় কে বাঁচিতে
চায়রে, কে বাঁচিতে চায়;
মিথ্যা, তঞ্চকে, চমক ও শঠতায়
কে শান্তি পায় রে, কে পায়!
আকাশে, বাতাসে শহিদের বেদনা
ভাসে যে দেখি, ওরে শোন;
হতাশায় মানুষের অন্তর কাঁদে
দুঃখে- ভরা যে অনুক্ষণ।
শত শহিদের ঐ আত্ম-বলিদান
যাবে কী বৃথা, ওরে বল;
ছলনায় না চলি, বন দেশ-নেতা,
জীবনে দাগ রেখে চল।
দেশ- সেবা নয় রে কেবল ভাষণ
অভাব- অভিযোগ শোন;
সুস্থ- মণ্ডলে হোক প্রতিভা- বিকাশ
ঘটুক মানব কল্যাণ।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।