মার্গে অনন্য সম্মান উজ্জ্বল কুমার মল্লিক (সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার     

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ৫৬
বিষয় – প্রাক শারদীয়া / ভালোবাসার বিভীষিকা / ভালো থাকার গল্প

ভালোবাসা

ভালোবাসা যদি অগ্নি- ঝলক,
ঘৃণা, বিপরীতে দূরন্ত বন্যা;
আমার চোখে দুটোই, তুমি যে
অনন্যা; উচ্ছ্বাসের মাঝে কান্না।
ভালোবাসা যদি আবেগময়,
উদাসীন ভাব তবে শূন্যতা;
আমার চোখে তুমি অতলান্ত–
লহরী; মূত্যুর মত নিত্যতা।
ভালোবাসা যদি আকুল- ভাব,
মিলন তবে প্রাণ সঞ্চারিকা;
আমার চোখে তুমি হিমানীর
কাঠিন্য; মরু- বুকে মরীচিকা।
ভালোবাসার প্রতীক আঠারো,
একুশ তবে প্রমোদ প্রত্যাশী;
আমার চোখে সব উন্মাদের
মত্ততা; কামানল অভিমুখী।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।