মার্গে অনন্য সম্মান রঞ্জনা মন্ডল মুখার্জী (সেরার সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার     

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ৫৬
বিষয় – প্রাক শারদীয়া / ভালোবাসার বিভীষিকা / ভালো থাকার গল্প

শারদীয়ার আগমনী বার্তা

বাদল দিনের মাঝে মাঝেই বৃষ্টি বিরতি,
নীলাকাশে পেঁজা তুলো মেঘের পানসি,
কখনো রোদ কখনো মেঘ বৃষ্টির লুকোচুরি খেলা,
নদীচরে কাশের দোলায় শারদীয়ার বার্তা!
আকাশে বাতাসে কেমন যেন পূজো পূজো ভাব!
আনন্দময়ীর আগমনে মুছে যাবে সব বিষাদ,
নব হরষে ভরে উঠবে জীবনের সব আধার!
পাড়ায় পাড়ায় শুরু হবে খুঁটিপূজোর প্রস্তুতি,
সেরা পূজোর থিম লড়াইয়ে ব্যস্ত বারোয়ারী।
মায়ের আগমনে খুশির জোয়ার চারিদিকে,
ঘরে ফিরবে পরিযায়ী বিদেশ বিভুঁই থেকে,
বাঙালী আবার উঠবে মেতে আনন্দ উৎসবে ।
কিন্তু, তবু যেন আশঙ্কার মেঘ জমেছে মনে,
অতিমারীর আবহে অনিশ্চয়তায় ভরা আগামী,
পূজোর আনন্দে কোথাও একটা করুণ সুর বাজে!
গৃহবন্দী জীবন থেকে কবে আসবে মুক্তি?
কেমন আছে কুমড়োপাড়ার মৃৎশিল্পীরা?
বাঁশ খড় কাঠামোয় মাটির প্রলেপ পড়েছে আগের মতই?
নাকি এবারেও সঙ্কোচন হবে প্রতিমার বায়নায়?
সুদূর মফস্বলে অবনী ঢাকী আছে প্রতীক্ষায়,
পূজোর কটাদিন মন্ডপে মন্ডপে ঢাকের তালে,
ধুনুচির নাচে মাতিয়ে রাখে সাধারণে,
ঢাকীর বোলে বাঁধা থাকে বছরভরের রুটিরুজি,
ছোট্ট ফুলির নতুন জামায় একচিলতে মুখের হাসি!
ওরা ফিবছর একটা পূজার থাকে অপেক্ষায় !
শারদোৎসবে জড়িয়ে থাকে কত মানুষের জীবিকা,
বাঙালির মহোৎসবে বছরভর চলে প্রতীক্ষা।
এখন শুধু জনমানসে একটাই প্রার্থনা!
অশুভ শক্তির পরাভবে শুভদিনের হোক সূচনা।
এবার পূজোয় উদ্বেগের ভ্রুকুটি নাশে,
ঘরে ঘরে ফিরুক শান্তি – স্বস্তি -আনন্দের বার্তা!
বন্যা- ঝড় মহাপ্রলয়ের দুর্যোগের মেঘ কেটে,
প্রতিটি ঘর ভরে উঠুক সুখ সম্পদে।
মহামারী শেষে বসুন্ধরা আরোগ্য লাভে,
আনন্দধারায় ভরুক ভুবন শারদোৎসবে।।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।