তুমি একটি নদীর মতো। এখনো কাশের বনে
নিতান্ত কোমার্য।যৌবনবায়ু।বর্ষণ শেষের বিশ্রামে
গর্ভিণী মেঘেরা।প্রশিক্ষণ সেরে নেয় ভাদ্রের তাপ।
তুমি সেই নদীর মতো। নাবালক মাঝির কাছে
ঘূর্ণির জল।বর্ষার গল্প জমলেই তুমি খুনসুটি খ্যালো।
সেই ধান রোয়া রসকথা মাঠভোজ।
তারপর প্রলয়ের গল্প…….
আসলে প্রলয় এসে যায়।সুখ বা আনন্দের
ক্ষণস্থায়ী বাগানে ধ্বংসের ছবি না হলে মানায়?
পুতুল নাচানো লোক আগুন লাগিয়ে খুশি।
দাহ্যতার গভীর থেকে একটি পবিত্র মুকুল হয়ে
তুমি বেঁচে ওঠো।কোনো আগুন তোমার পায় না নাগাল।
মৃত্যুর বিছানা থেকে সর্বজয়ী মুখ জেগে ওঠে।
পঁচিশে বৈশাখ আর বাইশে শ্রাবণ মিলেমিশে যায়।