সাতে পাঁচে কবিতায় অনঞ্জন
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
দুপুরবেলার বৃষ্টি
দুপুরবেলার বৃষ্টিতে ভেসে যায় অভিমানী চিবুক
হাঁটু থেকে উঠে জানলায় গিয়ে দাঁড়ায়, বৃষ্টির ছাটে,
নরম আদরে ভেসে যায়, ভেসে যায় সব উদাসীন
মেঘের নির্ঘোষে শোনা যায় বিজয়-সংবাদ, গান আসে,
বৃষ্টির আলো বয়ে আনে সবুজ কামনা।
আর্দ্র হাওয়াতে লজ্জার ঝলকে আকাঙ্ক্ষারা ধারালো হয়
নতজানু অভিমানের কপালে আলতো চুমু দিয়ে সে
বৃষ্টির মেঘলা আলোয় গেয়ে ওঠে ছুঁতে চাওয়ার গান,
বেপরোয়া দস্যুর মতো অনুভূতিরা আসে বৃষ্টি-ছাটে
একলা লাবণ্যে ভিজে যায় সারাটা দুপুর!