কে যেন সুরের পরশ টেনে হাঁক দিয়ে গেল
শোনো গো তোমারা শোনো…,আজ বিষাদ ছুঁয়েছে বুকে,
আমাদের আকাশের মনটা ভালো নেই। সেই শুনে
বয়স নোয়ানো নন্দন সরোবরে সমস্ত মাছের চোখে
চিতিয়ে উঠলো অভেদী স্বপ্নের কোলাহল।
মিলনের রুচিভাসে জলের যত ব্যাঙ খোলা আকাশের
নিচে গলা সাধলো বরষার গানে গানে। আসন্ন ঋতুর
স্বপ্ন কাঁধে চাষীরাও দুহাত তুলে জাফরানি অনুভূতির
আল্পনা আঁকলো হাওয়ার আঁচলে ।
আসলে বিশ্বাসটা কোথাও আলগা হলেই সব বাধার
দেয়াল ডিঙিয়ে জন্ম নেয় গভীর দুরভিসন্ধি। তার-ই
সজোর ধাক্কায় নিথর দেহে পড়ে থাকে জীবনের সরল
গল্প। লোনা জলের দমকা হাওয়ায় এক আকাশ মৃত্যু
নিয়ে এলিয়ে পড়ে মুখের সব হাসি।
আমাদের আকাশের মনে খারাপের মেঘ জমেছে,
সেই সত্যের চরণে মাথা নুইয়ে কাঙালের মতো ছুটে
চলেছি স্বার্থের খেয়াঘাটে, অনন্ত অপ্রাপ্তির সুপ্তস্বপ্নের
শরীর ঘষে-মেজে খুঁজছি সুখী গৃহকোণ।
দিনান্তের অন্তরালে বিশ্বাসের গোপন গুহায় পেতে চাই
মধুবিলাসি রাতের সন্ধান।