• Uncategorized
  • 0

হৈচৈ ছড়ায় রতন বসাক

কেমন ক’রে

থপ্ থপিয়ে ব্যাঙ যে চলে
ধরতে ছোট্ট পোকা,
গাধা দেখলে কেন মা’গো
সবাই বলে বোকা ?
শীতের মধ্যেও দেখি আমি
জলজ থাকে জলে,
সাপের কোন পা দেখিনা
কেমন করে চলে ?
ডানায় ভেসে পাখিগুলো
গগণ পথে ঘোরে,
উপর দিয়ে জাহাজগুলো
ওড়ে কেমন ক’রে ?
জুঁই চামেলী গোলাপ ফুলে
বাগান গন্ধে ভরে,
পেকে গেলে গাছের ফলটা
কেমন করে পড়ে ?
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।