কবিতায় বলরুমে শ্রাবণী সেনগুপ্ত
by
·
Published
· Updated
বৃষ্টির ছোঁওয়া
মেঘ ডাকছে গুড়ুগুড়ু
আকাশ ভেঙে বৃষ্টি শুরু।
একলা মেয়ে উঠোনে এসে,
বৃষ্টি পড়া দেখতে বসে।
ভাবতে থাকে ,ভাসতে থাকে
মনকে কোথায় আটকে রাখে,
ভিজতো যখন ছোট্টবেলায়
সন্ধ্যাকালে,সেই অবেলায়।
মায়ের ডাকে হুঁশ ফিরতো,
গুম্ গুম্ কিল পিঠে পড়তো।
তারপরেতেই আঁচল ধরে
মায়ের সাথে রান্নাঘরে।
উনুনের তাত,গায়ের সে ওম্
টিনের চালে শব্দ ঝমঝম।
বৃষ্টি তখন উঁকি দিতো,
ছোট্ট মেয়ের সুখ দেখতো।
আজ সে মেয়ের চোখের জলে
দুখে বৃষ্টি যায় যে গলে ,
হাওয়ায় ভেসে যায় সে বলে-
কাঁদিস না মেয়ে, দুঃখ পাসনা,
আমার উপর ভরসা রাখ মা।
তোর এ গালের ছোঁওয়া নিয়ে
আসব রে তোর মা কে দিয়ে
দেখবি কেমন ঝলমলে মুখ,
তোর সুখেতেই তার যে সুখ।
হাস না এবার,হাস নারে মেয়ে
আসছি আমি—
সেই সে বেলার বার্তা নিয়ে