• Uncategorized
  • 0

উৎসব সংখ্যায় কবিতা – শেষাদ্রি চট্টোপাধ্যায়

রক্তকরবী

ওই কি রঞ্জন ?
পড়ে আছে মৃত্যুনীল রাঙা …
সকালে ছুঁয়েছি যেই নীলকণ্ঠ পাখীর পালক
তোমাকে বলেছি রাজা ,
চারিদিকে তাল তাল সোনা
মৃত্যুকূপ কেটে চলো রোজ
তাবু তার আসার কথায়
আমারি মতন তুমি আগ্রহে অধীরI
দেখো এই দীর্ঘ জাল
বিষাক্ত তোমার অনুচর
বাস্তুবিদ , অধ্যাপক ,মাটির দালাল
এতো বার পাপড়ি  ছুঁলে
একবারও বেরিয়ে এলেনা ….
জাল কাটো রাজা
এখনো সময় আছে
চারিদিকে মৃত মুখ শুধু ,
এই নাও রক্ত পাপড়ি
জাল কাটো রাজা I
ওই তো রঞ্জন !
চারিদিকে মৃত্যুহীম ; রাঙা ……
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।