শিক্ষার সংজ্ঞা নিয়ে যতটা ভেবেছো তার চেয়ে ঢের বেশি নিজেকে বিলিয়েছো অকৃপণ। তোমার মন-প্রাণ সৃজন দক্ষ এক উদ্যানপালক তাই বিশ্রাম নাওনি।
তুমি সেবাধর্মে উৎসাহী পথিক তাতেও ক্লান্তিহীন।রত্নময় উষ্ণীষে এক-একটি পালক গেঁথেছো যত্নবান।
সাহিত্যের মনোভূম নিবিড় কর্ষণে যার উন্মুখ হাওয়া মেধাঋদ্ধ খনিজ সম্পদ আর জৈব আহরণে তোমার উর্বর মাটি কত না শস্য আর ফুল-ফলে প্লাবিত।সেইসব মণিমুক্তা ফুল ও ফসলে ক্ষেত্রগুলি ঋদ্ধ হয়ে ওঠে।
লেখনীর শীলিত অক্ষরে স্বপ্নকে লেখ্যরূপ দাও।কতটা প্রেরণা তুমি আমাদের কাছে তা কি তুমিও জেনেছো?
বঙ্গসাহিত্য কী সম্পদ হারালো হয়তো বোঝেনি।
চলে যাওয়াকে নির্বাণ বলে জানি তবু তোমার কাঙ্ক্ষিত নির্বাণে যে শূন্যতা কী দিয়ে তা পূর্ণ করি বলো?
তুমি থাকো চিরজাগরূক সাহিত্যের উজ্জ্বল অঙ্গনে।