আমি ধ্বংস আমি সৃষ্টি
আমি শরৎ মেঘের বৃষ্টি।
আমি চঞ্চল আমি শান্ত
আমি পথ চলি অনন্ত।
আমি উত্তাল আমি স্থীর
আমি বর্ষা নদীর নীর।
আমি কলঙ্ক আমি গৌরব
আমি শুভ্র ফুলের সৌরভ।
আমি দুঃখ আমি সুখ
আমি পল্লী বধূ্র মুখ।
আমি কল্পনা আমি বাস্তব
আমি নিত্য করি উৎসব।
আমি রাত্রি আমি দিন
আমি নইতো প্রাণে হীন।
আমি পাপ আমি পুণ্য
আমি জোগাই দীনের অন্ন।
আমি যুদ্ধ আমি শান্তি
আমি ঘোচাই মনের ভ্রান্তি।
আমি শয়তান আমি ভগবান
আমি মানুষের করি জয়গান।
আমি প্রলয় আমি স্থিতি
আমি মানব মনের প্রীতি ।।