• Uncategorized
  • 0

সম্পাদকীয়

হঠাৎ মনে এলো- টুকটাক লেখালেখি

Some days just go by, we don’t just find anything to write; some years go by, we get choked by the normalcy of life. একটি ইংরেজি কবিতা লিখতে শুরু করেছিলাম, হঠাৎ করে লাইনগুলো মনে এলো, এমনিই, আদি এবং অকৃত্রিম, সেই স্মৃতির সরণি বেয়ে ধেয়ে আসা এলবামে থাকা ছোট্ট আমি। দিন চলে যায়, শিশুকাল থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন- চোখ, মুখ, অঙ্গপ্রত্যঙ্গ সবকিছুর সাথেই বেড়ে ওঠে চারপাশটা পড়ে দেখার প্রবণতা। পড়া তো শুধু স্কুল-কলেজের বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, তা তো সবকিছু ছাড়িয়েও আরো অনেক বেশি। পড়া তো বইয়ের বাইরেই অনেকটাই, মনে দাগ কেটে যায় বাবা-মায়ের শেখানো কথাগুলো, দিন, রাত, প্রহরে কোথাও সেই ভাঙা রেডিওর বাইরের জীবনটাও শোনাতে থাকে আরো কত টুকরো টুকরো ছেলেবেলার কাহিনী।
এই সপ্তাহে ধারাবাহিক উপন্যাসগুলির সাথে সাথে আমরা পেয়ে গিয়েছি এক গুচ্ছ ছোটদের ছড়া। শিশুমন বোঝা খুবই কষ্টসাধ্য ব্যাপার। সরল ভাষায় তাদের মনের খোরাক জোগানো চাট্টিখানি কথা নয়।
তার সাথে থাকছে আমাদের ধারাবাহিক কিশোর উপন্যাস এবং বড়গল্প, এবং অবশ্যই ইউরোপ ভ্রমণের কাহিনী। লেখিকা ঈশানী রায়চৌধুরীর কলমে ইউরোপের আকাশ, বাতাস, ফুল, পাখি, রাস্তাঘাট, ক্যাফে জুড়ে রয়ে যায় ভালোলাগা। ছেলের কাছে বেড়াতে গিয়ে মায়ের চোখে ইউরোপ ধরা দেয় মোহময়ীরূপে। ট্রাভেলগ, ভ্রমণ-ডায়েরি, যে কোনোভাবেই ব্যক্তিগত ভ্রমণ অভিজ্ঞতা ছাপিয়েও লেখাটি এক অনন্ত ভালোলাগার জন্ম দেয়।
প্রত্যেক সপ্তাহেই আমরা নতুন নতুন লেখা, আঁকা নিয়ে আমাদের পাঠকের দরবারে হাজির হচ্ছি। আর এই সপ্তাহে, সবকিছু যদিও বা পড়া হয়ে যায়, তাহলেও চলচ্চিত্রের একটি আলোচনাও আপনারা পড়ে দেখতে পারেন। অবশ্য সেটি স্মৃতিকথার ঝিকিমিকির যধ্যেই লুকিয়ে আছে, শুধু একটু খুঁজে নিতে হবে।
লেখা/ আঁকা মেইল করুন:
sreesup@gmail.com / techtouchtalk@gmail.com

শ্রীতন্বী চক্রবর্তী

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।