• Uncategorized
  • 0

সাতে পাঁচে কবিতায় উজ্জ্বল কুমার মল্লিক

শয়তান ও ঈশ্বরের
কথোপকথন

শয়তান– এখন আমার কাল, বুঝেছ ঈশ্বর!
তোমার সৃজনে করি ছিন্নভিন্ন, নাশ-
রসাতলে পাঠাবো, আমি বাহুবলী,
পাবো তৃপ্তির অনুভূতি, আনন্দ- স্বাদ।
ঈশ্বর— ঐ আবেশে থাক্, রে পাপিষ্ঠ! মহামূর্খ,
রাখিস মনে, কাল প্রবহমান সদা,
আমারই ইচ্ছায় হয় আবর্তমান;
সুখ- দুঃখ যথা আসে ধরি পরস্পরি,
শ্যামল ধরিত্রী মাঝে রয় মরুভূমি,
শীত, গ্রীষ্ম, বর্ষা,অনন্ত প্রকৃতি- ধারা,
নিয়মে বাঁধা, প্রকাশিতে অক্ষয়- সত্তা;
তোমার বাহুতে বল, আমারি যে কৃপা
জেনো তা, সৃষ্টির বৈচিত্রতার উন্মেষে
হয়েছে রচনা, মিথ্যার সাথে সত্যতা।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।