সাতে পাঁচে কবিতায় সুদীপ্ত বিশ্বাস (গুচ্ছ কবিতা)
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
১|
বেল বাজলেই দরজা খুলি
মনের পাতায় ঢেউ
দরজা খুলে তোমায় খুঁজি
আসে অন্য কেউ!
২|
যন্ত্র না তাই যন্ত্রণা পাই।
৩|
আঙুল দিয়ে কী হৃদয় ছোঁয়া যায়?
৪| রাত
এসো রাত, নেমে এসো এই পৃথিবীতে
জীবনের বিছানায় অবসর আনো
নিয়ে এসো রাতভর চিন্তাহীন ঘুম।
৫| আহ্বান
এসো নদী, এসো ঢেউ, এসো তুমি মেঘ
নীলাকাশ, ভূমিকম্প, তোমরাও এসো –
আমাদের মত শহরটাকে বাঁচাও।
৬| অভিমান
কি হবে কবিতা লিখে?কী বা যাবে পাওয়া?
কবিতা দেয় না বস্ত্র, রসনার তৃপ্তি
কবিতায় তাই শুধু লিখি অভিমান।
৭|
যখন সিলিংফ্যানে ঝোলে কারো দেহ
অথবা রেললাইনে কেউ দেয় গলা
আমি দেখি ভালোবাসার মহৎ প্রকাশ।