ক্যাফে কাব্যে মীনা রায় বন্দ্যোপাধ্যায়
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
কলির রাই
মনে প্রেম খিদে বাঁশি শুনি হৃদে
কার প্রতি মনে টানে ?
বাঁশরিয়া নাকি বাঁশি শুধু ডাকি
বুঝি নাশে কুলমানে !
ভুলে ভয় লাজ ফেলি যতো কাজ
আশাপথ পানে চেয়ে,
কালো মেঘে ছায় বীণা সুরে গায়
একা থাকা এক মেয়ে !
ব্রজগোপী রাধা ফেলে শত বাধা
যমুনার তীরে ধায় ,
কানুর বাঁশিতে সুখের রাশিতে
কলঙ্ক ভুলিয়া যায় ।
দ্বাপরের সেই প্রেম গীতি এই
যুগে যুগে স্মরে লোকে,
দুখের জ্বালায় শরণে কালায়
ভোলে রোগ তাপ শোকে !
জগতের স্বামী সেই প্রেম দামী
কলি যুগে কোথা পাই ?
হৃদে বৃন্দাবন ধরে প্রাণ মন
নব অনুরাগী রাই ।