• Uncategorized
  • 0

কাব্যক্রমে শিপ্রা দে

১| বর্ষা প্রেম

রিমঝিম রিমঝিম আষাঢ়ের বর্ষা
এই দেখি কালো মেঘ এই দেখি ফর্সা।
বেনে বৌ ধান তোলে টেনে মুখে ঘোমটা
ভিজে গিয়ে একসার খেল তাই ঝামটা।
গুড়গুড় ডাকে মেঘ থেকে থেকে বিজুরি
আজ তাই রান্নায় চালে ডালে খিচুড়ি।
ঘরে বসে কচি শোনে ঠাকুমার গল্প
মন চায় বৃষ্টিতে ভিজবে সে অল্প।
গাছেদের পাতা থেকে টুপটাপ বৃষ্টি
ঝিরিঝিরি ঝরে ধারা শ্রাবণের সৃষ্টি।
সুবাসিত বকুলের অপূর্ব বর্ণ
মনে হয় যেন ফুল জলে ভেজা স্বর্ণ!
জানালার রড ধরে আনমনা রূপসা
স্মৃতি নিয়ে ফিরে যায় চোখে দেখে ঝাপসা।
ধরনীর বুকে প্রেম হয়ে ঝরে বৃষ্টি
কদমের ফুলে চোখ টিকে যায় দৃষ্টি।
ঝুপ করে বাঁশবনে নেমে আসে সন্ধ্যে
ঝমঝম ঝরে ধারা উদাসীন ছন্দে।
রাস্তায় নেই কেউ সব কিছু বন্ধ
ডোবা ভরে,নালা ভরে,ভরে খানা খন্দ!
দূর বনে ঝিঁ ঝিঁ পোকা ডাকে বিন্যস্ত
জোনাকিরা আঁকে আলো তাই খুব ব্যস্ত।
সারারাত ঝরঝর অবিরাম ঝরছে
আনন্দে ব্যাঙগুলো ডেকে ডেকে মরছে।
শীত শীত ভাব নিয়ে ঢুলুঢুলু চক্ষে
বর্ষার রাত কাটে সুজনের বক্ষে।
আষাঢ়ের বারিধারা করে আজ সিক্ত
প্রেমিকের মুখ চেয়ে প্রেমিকা আরক্ত।

২| বৃষ্টি সুখের উল্লাসে

শাওন এলো আকাশ ঘিরে চড়ে মেঘের ভেলা
তপনহীন আকাশে আজ নানা রঙের খেলা।
খানিক বাদে বিজুরি ডাকে ব্যাকুল হয় মন
কালো মেঘের ঘনঘটায় ছুটছে সমীরণ।
ঝমঝমিয়ে নামলো শেষে মেঘেরা অভিসারে
রূপসী ধারা পড়ছে ঝরে দিবা অন্ধকারে।
বারান্দাতে ছোট্ট মেয়ে কাগুজে নায় হাতে
উঠোন জলে ভাসিয়ে দেবে সেই অপেক্ষাতে।
জানলা ধরে দাঁড়িয়ে আছে কিশোরী মেয়ে এষা
বৃষ্টি ভেজা কদম ফুলে লেগেছে তার নেশা।
ছাদের পরে বাড়ির বৌ শুকনো জামা তোলে
এক পশলা ভিজিয়ে নিয়ে দহন জ্বালা ভোলে।
পাখিরা সব নাচছে গাছে খাচ্ছে পাকা ফল
পাতার পরে আঁকছে রেখা বৃষ্টি ঝরা জল।
হেসে উঠলো শুকনো ঘাস দুলে উঠলো ফুল
সতেজ হলো বাতাবিফুল যেন কানের দুল।
ডোবার জলে খুশির ছলে ব্যাঙের বাজিমাত
ঘ্যাঙর ঘ্যাঙ গাইবে ওরা কুহরে সারারাত।
বৃষ্টি ভেজা কুকুর গুলো গাছের নীচে ডাকে
হাঁসেরা সব নতুন জলে জলকেলির ফাঁকে।
মুষলধারে বৃষ্টি জলে ভিজছে কবুতর
কলমীলতা দোলানো মাথা দেখতে মনোহর।
চাষের মাটি প্রাণ পেয়েছে চাষীর উল্লাসে
রাখাল ছেলে ফিরছে ঘরে ভিজছে অনায়াসে।
পুকুর জলে ছেলেরা ধরে গামছা দিয়ে মাছ
ভিজছে খুব হাস্নাহুনা,জাম,শিমুল গাছ।
রূপে বাহারে রসে পূর্ণ প্রাকৃতিক’এ শোভা
ধরার মাঝে বাদল দিনে এমন মনলোভা।
জনশূন্য রাস্তা ঘাট হাঁটু সমান জল
পথচারীর ছাতা মাথায় অফিস ফেরা দল।
গাঁয়ের মাঝে সন্ধ্যা নামে,প্রদীপ নেভা রাত
বর্ষা রানি সুন্দরীর কাব্যে বারিপাত।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।