আবার এসেছে শ্রাবণ,
ঝরঝর বইছে শ্রাবণধারা,
ভরছে সকল নদী,সিক্ত হচ্ছে ধরা।
সিক্তবসনে আমিও আজ আঙিনায়,
তবু মনজমিনে রয়েছে আজও খরা।
চোখের পাতা ভিজছে অশ্রুধারায়,
বুকের মাঝে আগুনের উত্তাপ,
জ্বলছি আজো নিদারুণ অগ্নিদাহে,
শ্রাবণধারা পারছে না নেভাতে মনতাপ।
ভরছে না এতোটুকু মন নদী,
শীতল হচ্ছে না আমার অবয়ব,
বইছে খরপবন বক্ষজুড়ে,
উথালপাথাল আজ মোর জীবনধারা।
শ্রাবণধারায় আজো একাকী,
দাঁড়িয়ে আছি পথ প্রান্তে দিশাহারা।
প্রতি বর্ষায়, শ্রাবণ আসে যায়,
বলে না আমায় গল্পকথা কোনো।
যে ঝড়ের রাতে মোর ভেঙ্গেছিল সকল দ্বার,
সেই শ্রাবণের চিতায় জ্বলছি আজো যেন।
আজ আমি ক্লান্ত, পথশ্রান্ত,
ছাই হয়ে যাওয়া জীবন্ত এক লাশ।।