কবিতায় স্বর্ণযুগে তানিয়া ব্যানার্জী (গুচ্ছ)

১| একপর্ণি
যেতে তো পারিই!কিন্তু কিভাবে যাই!
তুমি যে জিইয়ে রেখেছো ছাই,
ওরা উত্তুরে হাওয়ার স্পর্ধায় লালচে হয়
আগুন মুখোশ পড়বে বলে।
আমি ফু দিয়ে দেখেছি, তাতে হাওয়া এবং ছাই
উভয়েই আরও হাল্কা হয়ে অবাধে ওড়ে আকাশ ময়।
এযাবৎ আমার ঘরেও জোৎস্না নামে তীর বরগা বেয়ে,
আমি কুঠুরির কোণে ঘটিভরা জমাজলে নৌকা ভাসাই রাত ভর। যে কুঠুরির নাম রেখেছে ওরা মন খারাপ।