• Uncategorized
  • 0

হৈচৈ ছড়ায় উজ্জ্বল কুমার মল্লিক

কুপোকাত

কটরা এক- কে কটরা,
কটরা দু’-এ জামবাটি,
তিন বাটি-তে এক ধামা,
দুই ধামায় এক ঝুড়ি,
ঝুড়ি ভর্তি ফুলকো মুড়ি;
ফুলকো মুড়ি খেতে মজা,
সঙ্গে থাকে খাস্ তা গজা:
রাজা খায় ঐ গজা মুড়ি,
মন্ত্রী লাগায় সুড়সুড়ি ;
সুড়সুড়িতে রাজা মাত,
বুকচিতিয়ে কুপোকাত।
সবে দিই দোদুল দোল,
জোরসে বলি হরি -বোল।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *