পার্থিব দ্বারে ভরসা বিরহে,স্থান নেই কোন তার,
বিশ্বাস করে ঠকছে মানুষ, তবুও ছুটছে বারংবার।
অবিশ্বাসের কাঠগোড়াতে দাড়িয়ে আছে জনগণ,
কেহ কি নেই , এমন যে রয়েছে সাধারণ ?
অর্থের লোভে যশ-ক্ষ্যাতি করছে উপার্জন,
নম্র হৃদয়ে খোঁজে না কেউ সজন-পরিজন।
সম্পর্কও মূল্য খোঁজে অর্থেরও পরে,
ভরসা এখন নিখোঁজ হয়েছে মানুষেরও তরে।
সরলতার প্রাসাদ হতে, ভাবিবে যখন অপরেরও মঙ্গল,
পার্থিব দ্বারে মানুষের তরে, ভরসা তখন ফিরবে অবিরল।।
২| বিচ্ছিন্ন ~প্রকৃতি
আপনারও প্রেমে জাগ সখী
তোমারও গর্ভে সন্তান সব কতই না অসুখী।
ত্রাণের তরে করছে যারা কতই না হাহাকার,
তাদের কথা শোনবার কী, তোমার নেই কো জোগার।
আপন স্রোতে বাহিছ তুমি, নেই কোন তোমার গণবল,
কাতর করেছ তুমি তাদের, এটাই কি তোমার রূপের ছল ?
বন্যার তরে মানুষের সব ভেসে যায় প্রান্তরে,
প্রিয়তমা তুমি কেন সাহায্য করিতেছোনা একান্তরে ?
মুছে নাও তোমার অশ্রুধারা, ক্ষমা করো সেই সব,
যাহারা এমন দুঃখ দিয়েছে তোমায়, তাহারাও এখন নীরব।
মূল্যবোধে বাড়ে কথা, প্রয়োজন নেই কোন তার,
যদিও তুমি খুলবে জানি তোমার সাহায্যের দ্বার।