চোখ তুলে চাইতে পারিনা
সারা দেহে লতা পাতা আগাছা,…
বাইরের পৃথিবীটা বন বন করে ঘুরছে।
তুমি হাসছো, আবছা হয়ে মিলিয়ে যাচ্ছো।….
নিজেকে দেখে চমকে উঠি,
সব রঙ যেন গলে গলে পড়ছে।…
একটা কালো স্রোত আমার পা বেয়ে ওঠার আগেই দৌড়ই,
নিঃশ্বাস বন্ধ হয়ে আসে…
অতীতের ঠান্ডা স্রোত বয়ে যায়।
আমি ক্লান্ত
ক্ষতবিক্ষত
এরকম তো কথা ছিলনা।