সময় তো অনেক হলো
চলো এবার ফিরে যাই
যে কথারা অসম্পূর্ণ রয়েছে
তাদের অসম্পূর্ণই থাকতে দাও
সম্পূর্ণ হলে জীবনের স্বাদ বিবর্ণ হয়ে পড়ে
শেষ রাত্রির আগে গন্তব্যে না পৌচালে
চাঁদ সূর্য তারা নিয়ে ফিরে যাবে ফেরিওয়ালা
সময়ের বেগে মন্দা আসবে
সম্পর্কের পান্ডুলিপিও ম্লান হয়ে পড়বে
রাত্রি জেগে যারা ক্ষতের বুকে অন্তরঙ্গতার সেলাই বুনেছে
নিস্তব্ধ হয়ে বিষন্নতার সমাপ্তি করেছে
তারা ভালোবাসি ভালোবাসি বলে কখনো ওষ্ঠে ওষ্ঠ মেলাতে পারে নি
বরং হাতে হাত রেখে অন্ত পর্যন্ত হেঁটে যেতে চেয়েছে
সময়ের আগে তাদের প্রত্যাখ্যান ঘিরলে
কি হবে স্বপ্নের বাস্তবতা বুনে
কি হবে স্নেহ স্পর্শের ভালোবাসা দিয়ে
বরং চলো
ফিরে যাই